হিমাচলের পর এবার হরিয়ানাতে পারদ নামল  শূন্যে! কুয়াশার দাপটে পাঁচ রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২০ ডিসেম্বর: ডিসেম্বরের শেষের দিকে দেশের উত্তরভাগের ঠান্ডার দাপট বেশ বাড়ছে। যার ফলে তাপমাত্রা নামবে শূন্যে এবং যে পাঁচ রাজ্যে ঠান্ডা এই পরিমাণে নামবে, ইতিমধ্যেই সেই পাঁচ রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে আগামী দু’দিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, রাজস্থান সহ জম্বু কাশ্মীরে শনিবার শৈত্যপ্রবাহ চলবে। রবিবারেও এই পরিস্থিতি বজায় থাকবে।

হরিয়ানাতে এখন হিমাচলের কাছাকাছি তাপমাত্রা শূন্যে পৌঁছে গেছে। শুধুমাত্র পারদমাত্রাই নয়, তার সঙ্গে কুয়াশার দাপট চলবে ভোটা উত্তর-পশ্চিম ভারত রাজ্যগুলিতে। শৈল প্রবাহের পরিস্থিতি হিমাচলে প্রায় পাঁচ দিন ধরে। এবং পাহাড়ি এলাকায় গুলিতে তুষার পাতে ভরে গেছে। ২৩ এবং ২৪ ডিসেম্বর লাহুল-স্পিতি, চম্বা এবং কুলুতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচলের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আরেক দিকে হরিয়ানার কোন কোন জায়গায় তাপমাত্রা শূন্যের কাছাকাছি পৌঁছেছে। তার সঙ্গ দিয়েছে কুয়াশাও। এবং আটটি জেলায় কুয়াশা সতর্ক দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পানিপথ, গুরুগ্রাম, করনাল, সেনাপত, নুহ, পলওয়ল এবং কৈথল। জম্মু-কাশ্মীরের বহু জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের বহু নীচে নেমে গিয়েছে। শ্রীনগরে তাপমাত্রা হিমাঙ্কের ৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। কারগিলে হিমাঙ্কের ১৩ ডিগ্রি নীচে, লেহতে হিমাঙ্কের ১১ ডিগ্রি নীচে নেমে গিয়েছে পারদ।

আবার দিল্লিতেও জাঁকিয়ে পড়ছে ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। অন্ধ্রপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে আবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।