আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৪ ডিসেম্বর: জেল বন্দিদের নিয়ে যখন প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে সেই মুহূর্তে নওশাদ সিদ্দিকী এক বেফাঁস কথা বললেন। যারা বিগত কয়েক বছর ধরে জেলে থাকছেন তারা যদি আত্মীয়দের সাথে দেখা করতে পারে তাহলে হয়তো তাদের মানসিক অবস্থা ভালো হবে, কিন্তু তাতে তাদের শারীরিক শান্তি মিলবে না। তবে জেলবন্দীদের শারীরিক শান্তির জন্য কিছু প্রস্তাব দিলেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ। যা শুনে রীতিমতো কারামন্ত্রী থমকে গেলেন। বিধানসভায় উঠল হাসির রোল।
বিধানসভা অধিবেশন চলাকালীন নিজের এই বন্দী দশার কথা স্মরণ করে নওশাদ সিদ্দিকি কিছু কথা বললেন। তারপর জেলবন্দিদের কিছু বলতে বলে জানান তিনি। বলেন, “জেলবন্দিরা সপ্তাহে একদিন আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান। তাতে তাঁদের মানসিক শান্তি মেলে। কিন্তু সদ্য বিবাহিত বা যারা দীর্ঘদিন ধরে বন্দি তাঁদের ক্ষেত্রে শারীরিক শান্তি মিলছে না। সেই কারণেই কারা দপ্তরকে কিছু ভাবনা চিন্তার কথা বললেন নওশাদ।” এই প্রশ্নের জবাব কী দেবেন বুঝে উঠতে পারেননি কারামন্ত্রী।
এর পরই নিজের বক্তব্যের সপক্ষে নওশাদ বলেন, “রাজ্য সরকার দাবি করে তারা অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকের স্বামী বা স্ত্রী জেলে আছে। তাঁদের একান্তে সময় কাটানোর সুযোগ দেওয়া হোক। এই ব্যবস্থা করুক রাজ্য।” এ প্রসঙ্গে বলতে গিয়ে জেলবন্দি মহিলাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টাও তুলে ধরেছেন নওশাদ।