আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৯ মার্চ: এবার ভারতে মার্কিন সংস্থা ওপেন এআইকে জোর টক্কর দিচ্ছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, এ আই মডেল এবার ভারতের নিজস্ব গবেষণা শুরু করা হয়েছে জোর কদমে। আগামী ১০ মাসের মধ্যেই সেই এআই মডেলের আত্মপ্রকাশ ঘটাতে পারে বলে দাবি তাঁর।
একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আর সেখানেই এআই কম্পিউট পোর্টালের উদ্বোধন করেন তিনি। দাবি করেন, ডিপসিকের ৯ গুণ বড় এই পোর্টাল। আর তারপরই তিনি ঘোষণা করেন, দেশে স্থাপিত হচ্ছে ২৭টি এআই ডেটা ল্যাবরেটরি। প্রসঙ্গত, গত একবছরে এদেশে লাফিয়ে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তা। ২০২৪ সালের মার্চে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য ১০,৩০০ কোটি টাকার অনুমোদন করেছিল কেন্দ্র। ৫ বছরের জন্য এই টাকা ব্যবহারের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতও আরও চমক দিতে পারে শিগগিরি।
এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে শোরগোল ফেলে দিয়েছে এই চিনা স্টার্ট আপ সংস্থা। তারপর থেকেই এআই নিয়ে চর্চা শুরু হয়েছে এদেশেও। প্রশ্ন উঠেছে, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় কোন অবস্থানে রয়েছে। অবশেষে সুখবর শোনাল কেন্দ্র। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মোদি সরকার ১৮টি প্রস্তাব অনুমোদন করেছে। মেজর ডেভেলপার এআই-এর উপরে কাজ করছে। সবকিছু ঠিক থাকলে মাস দশেকের মধ্যেই আত্মপ্রকাশ করবে ‘আত্মনির্ভর’ ভারতের এআই মডেল। তাঁর কথায়, ”ভারতেই তৈরি হবে বিশ্বমানের এআই মডেল। যা যে কোনও মডেলের সঙ্গে লড়তে পারবে।”