কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার উড়ান বন্ধ, পরিবর্তে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

আজ এখন নিউজ ডেস্ক, 11 ফেব্রুয়ারি: কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার উড়ান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাটা গোষ্ঠী। ৩১ মার্চের পরে এয়ার ইন্ডিয়ার বদলে সস্তার উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই রুটে উড়ান চালাবে। দীর্ঘদিন ধরে এয়ার ইন্ডিয়া কলকাতা বেস থেকে কাজ করে আসলেও বিজ়নেস ক্লাস যাত্রীর অভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের দাবি, এয়ার ইন্ডিয়া ধীরে ধীরে দেশীয় রুট থেকে সরে গিয়ে আন্তর্জাতিক রুটে বেশি ফোকাস করতে চাইছে। পরিবর্তে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, যা সম্পূর্ণ ইকনমি ক্লাসে পরিচালিত হয়, তা দেশের অভ্যন্তরীণ রুটে চালানো হবে। একই কারণে চেন্নাই ও হায়দরাবাদ থেকেও এয়ার ইন্ডিয়ার উড়ান বন্ধ হতে পারে।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ এয়ার ইন্ডিয়ার পাইলট ও কর্মীরা। কলকাতা বেসে থাকা প্রায় ১৫০ জন পাইলটের মধ্যে অনেকেই ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যোগ দিয়েছেন। যাঁরা এক্সপ্রেসে যেতে চাননি, তাঁদের অন্য বেসে বদলি করা হয়েছে। কর্মীদের অভিযোগ, নতুন সংস্থার শর্তাবলী সম্পর্কে অন্ধকারে রেখেই তাঁদের সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ইউরোপে সরাসরি উড়ান চালানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এয়ার ইন্ডিয়ার বেস তুলে নেওয়ার সিদ্ধান্ত সেই সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে।

এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই ২২টি নতুন এয়ারবাস ৩২০-এর অর্ডার দিয়েছে, যা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে ভাড়া দেওয়ার পরিকল্পনা চলছে। তবে কর্মীদের দাবি, দুটি সংস্থার অস্তিত্ব আলাদা তাই সরাসরি কর্মী বা বিমান স্থানান্তর করা যাবে না।
কলকাতা থেকে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার ২৬টি উড়ান চলত। এই সিদ্ধান্তের ফলে শহরের বিমান পরিষেবার চিত্র বদলে যাবে বলে ধারণা করা হচ্ছে।