গর্ভধারণ ও গর্ভপাতের অভিযোগে নীরবতা ভাঙলেন অক্ষরা সিং, পবন সিংয়ের স্ত্রীকে যোগ্য জবাব দিলেন ভোজপুরি অভিনেত্রী

আজ এখন নিউজ ডেস্ক, 9 ডিসেম্বর: ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং এবং পবন সিংয়ের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছে তুমুল আলোচনা। দু’জনেই একসময় একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও পরে তাদের দুজনেরই ব্রেক আপ হয়ে যায়। ব্রেকআপের পর পবন ও অক্ষরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। অভিনেতার স্ত্রী জ্যোতি সিং অভিনেত্রীর বিরুদ্ধে গর্ভবতী এবং গর্ভপাতের অভিযোগ তুলেছিলেন। এবার এসব অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন অক্ষরা।

জ্যোতি সিংয়ের অভিযোগে কী বললেন অক্ষরা সিং?

জ্যোতি সিংয়ের অভিযোগের জবাবে অক্ষরা সিং জানান, ‘জ্যোতি নিজেই আমাকে ফোন করেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন আপনি কি আমাদের পক্ষে সাক্ষ্য দেবেন। আমি তাদের কষ্ট বুঝি এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। আমি জানি সে কিসের মধ্যে দিয়ে গেছে। তবে 2018 সালের পরে পবন সিংয়ের সাথে আমার কোনও সম্পর্ক নেই।’

অপরদিকে, গর্ভধারণের অভিযোগ প্রসঙ্গে অক্ষরা সিং বলেন, ‘এই অভিযোগ আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনি বিচারের আশায় একটি মেয়েকে অভিযুক্ত করছেন।’ এসব অভিযোগের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী। আপনাদের জানিয়ে রাখি, আজকাল একের পর এক মিউজিক ভিডিও নিয়ে আসছেন অক্ষরা। সম্প্রতি তার ‘সারি গুলাবি রাজা জি’ গানটি ইউটিউবে প্রচুর ট্রেন্ডিং হয়েছে। অক্ষরা ছাড়াও এই গানে কণ্ঠ দিয়েছেন রোশন সিং। গানটি এখনও পর্যন্ত 1.3 মিলিয়ন ভিউ পেয়েছে। এই গানের লিরিক্স লিখেছেন যাদব রাজ এবং রোশন সিং এর সঙ্গীত পরিচালক। সম্প্রতি এই গানটি অভিনেত্রী তার ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে এনেছেন।