‘আজ এখন নিউজ ডেস্ক, 11 ডিসেম্বর: কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালান অভিনীত ভুল ভুলাইয়া 3 বক্স অফিসে সুপারহিট হয়েছে। ছবিটি 400 কোটি টাকা আয় করেছে। রুহ বাবাকে দর্শকরা খুবই পছন্দ করেছে। তবে অনেক ভক্তই ওজি অক্ষয় কুমারকে অনেক মিস করেছেন। সম্প্রতি পরিচালক আনিস বাজমি ইঙ্গিত দিয়েছেন যে, অক্ষয় পার্ট 4-এ ফিরতে পারেন।
পরিচালক আনিস বাজমি পিঙ্কভিলার সাথে একটি সাক্ষাৎকারে ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয় কুমারের ফিরে আসার সম্ভাবনা সম্পর্কে একটি বড় আপডেট দিয়েছেন। চলচ্চিত্র নির্মাতা এই বিষয়ে বলেন, “বন্ধুত্ব আর ভালোবাসা আলাদা জায়গা। ভুল ভুলাইয়া 4-এর গল্পে অক্ষয় মানানসই হলে, আমি তাকে ফিরে পেয়ে খুব খুশি হব।
”ভুল ভুলাইয়া 3-এর বক্স অফিস কালেকশন নিয়ে কী বললেন আনিস বাজমী?
সম্প্রতি আনিস বাজমী ভুল ভুলাইয়া 3- এর বক্স অফিসের আয় সম্পর্কেও কথা বলেছেন এবং একথা স্বীকার করেছেন যে, সিংগাম এগেইনের সাথে রেষারেষি না হলে সিনেমাটি আরও বেশি আয় করত। এই প্রসঙ্গে প্রযোজক বলেন, “কোনও সংঘর্ষ না হলে এই দুটি ছবিই বক্স অফিসে খুব ভালো পারফর্ম করত। যদি সেইসময় শুধুমাত্র ভুল ভুলাইয়া 3 অথবা সিংগাম এগেইন মুক্তি পেত, তবে দুপক্ষেরই ব্যবসা আরোও দ্বিগুণ হয়ে যেত।”