ফের দুর্ঘটনার শিকার আলিগড়!100 মিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ

আজ এখন নিউজ ডেস্ক, 8 ডিসেম্বর: উত্তরপ্রদেশের আলিগড় জেলায় সড়ক দুর্ঘটনা যেন থামছেই না। প্রতিদিনই দেখা যাচ্ছে তীব্র গতির তাণ্ডব। গভীর রাতে একটি অজ্ঞাত গাড়ি বাইক আরোহী এক যুবক ও এক মহিলাকে পিষে দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, দুজনের দেহের অবস্থা দেখে শিউরে উঠেছিলেন বাকি পথ যাত্রীরা। রাস্তার 100 মিটার দূরত্ব পর্যন্ত মাংস, রক্ত এবং হাড়ের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ বাইকের নম্বর দেখে তাদের দুজনকেই শনাক্ত করার চেষ্টা করছে, তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। হরদুয়াগঞ্জ থানা এলাকার জালালী-পানাইথি সড়কের আলহাদাদপুর গ্রামের কাছে একটি অজ্ঞাত যানবাহনের চাপায় বাইক আরোহী এক যুবক ও এক মহিলা গুরুতরভাবে পিষ্ট হয়েছে। এরপর অনেক যানবাহনও তাদের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তাদের দুজনের অধিকাংশ লাশই সড়কে টুকরো টুকরো হয়ে যায়।

যাঁরা এই দুর্ঘটনা নিজের চোখে দেখেছেন, তাঁরা প্রবল হতাশগ্রস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনের ভাষ্যমতে, অজ্ঞাত কোনো ভারী যানবাহন তাদের পিষে দিয়ে বেরিয়ে গেছে। অনেক মানুষই বলছে, এমন দুর্ঘটনা তারা আগে কখনো দেখেনি। মৃত ওই যুবকের পায়ের কিছু অংশ অল্প জিন্স আটকে থাকতে দেখা গেলেও ওই মহিলার শরীরে এক টুকরো পোশাকও দেখা যায়নি।