আজ এখন নিউজ ডেস্ক, 12 ডিসেম্বর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিয়েতে অস্বীকার করায় প্রেমিকের বাড়ির সামনেই ধর্না ও আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। প্রেমিকার তরফে অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ 2 বছর ধরে শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকার করে ওই প্রেমিক যুবক।
এরপরই প্রেমিকের বাড়ির সামনেই ধর্না ও আত্মহত্যার চেষ্টা করে প্রেমিকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের কেশবপুর এলাকায়। ওই তরুণীর অভিযোগ, হাওড়ার জগৎবল্লভপুরের বাকুল তাঁতিপাড়া এলাকার জনৈক যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এমনকি বিয়ে করতেও অস্বীকার করছেন ওই যুবক। যে কারণে বুধবার রাতে প্রেমিকের বাড়ির সামনেই ধর্নায় বসেন প্রেমিকা।
এরপর ওই যুবকের বাড়ির সামনে একটি গাছে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যারও চেষ্টা করেন। যদিও এলাকার মানুষজন ছুটে এসে তাঁকে বিরত করেন। এই প্রসঙ্গে ওই যুবকের পরিবার জানায়, ‘ওই যুবতীর পূর্বে বিয়ে হওয়ার কারণেই তাঁদের ছেলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন।’