তৃণমূল কার্যালয়ে নির্যাতনের অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার পরিবার

আজ এখন নিউজ ডেস্ক, 17 মার্চ: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে স্থানীয় এক মহিলার উপর নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। নির্যাতিতার পরিবার অভিযোগ তুলেছে, পুলিশ ঘটনাটির যথাযথ তদন্তে নিষ্ক্রিয়। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে তারা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির জন্য আবেদন করা হয়। বিচারপতি মামলার আবেদন গ্রহণ করেছেন। অভিযোগ অনুযায়ী, মকরামপুর অঞ্চলের তৃণমূল কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় সভাপতি মহিলাকে ধর্ষণ করেন। উল্লেখ্য, নির্যাতিতা এবং তাঁর স্বামী বিজেপির প্রাক্তন নেতা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তৃণমূলের পক্ষ থেকে তাদের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছিল বিজেপি ত্যাগ করার জন্য।

চলতি মাসের শুরুতে পুরনো একটি বিবাদের মীমাংসার নামে ওই মহিলাকে ডেকে পাঠানো হয় তৃণমূল কার্যালয়ে। অভিযোগ, সেখানেই তাঁর উপর অত্যাচার চালানো হয়। পরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি।

নির্যাতিতার আইনজীবী হাই কোর্টে জানিয়েছেন, থানায় অভিযোগ করার পরও ধর্ষণের ধারা অন্তর্ভুক্ত করা হয়নি। এফআইআর করা হলেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি। অভিযোগকারী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই আদালতের কাছে নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের সুরক্ষার দাবি জানানো হয়েছে।

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তাদের মতে, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তৃণমূল নেতাকে ফাঁসানোর চেষ্টা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন এবং মামলার শুনানির জন্য অনুমতি দিয়েছেন।