প্রতীক্ষার অবসান। প্রথম ব্যাচের কুইপার ইন্টারনেট স্যাটেলাইট যাত্রার তারিখ নির্ধারণ করেছে ওয়েব জায়ান্ট অ্যামাজন। এক পোস্টে মার্কিন ই কর্মাস কোম্পানিটি বলেছে, ৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স বা ইউএলএ-এর অ্যাটলাস ভি রকেটে করে স্যাটেলাইটগুচ্ছ উৎক্ষেপণ করবে তারা। এ লঞ্চ ইভেন্টটির লাইভস্ট্রিমিং হবে ইউএলএ’র ওয়েবসাইটে। অ্যামাজনের প্রজেক্ট কুইপারের জন্য বাণিজ্যিক পরিষেবা শুরুর দিকে এই মিশনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। মিশনটি ২০১৯ সালে শুরু করেছিল অ্যামাজন, যার লক্ষ্য তিন হাজারটিরও বেশি স্যাটেলাইটের গুচ্ছ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেরা সরবরাহ করা। এ প্রকল্পের জন্য এক হাজার কোটি ডলার বরাদ্দ করেছিল অ্যামাজন। তবে তৃতীয় পক্ষের বিশ্লেষকরা বলেছেন, কুইপার প্রকল্প শুরু করতে দুই হাজার কোটি ডলারেরও বেশি খরচ হতে পারে কোম্পানিটির। ২০২৩ সালের অক্টোবরে দুটি প্রোটোটাইপ স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে এ পরিষেবাটির প্রথম পরীক্ষা সম্পন্ন করে অ্যামাজন। গত বছরই নিজেদের প্রথম অপারেশনাল স্যাটেলাইট মহাকাশে স্থাপনের কথা ছিল তাদের। তবে দুটি মার্কিন স্পেস ফোর্স মিশনকে ইউএলএ অগ্রাধিকার দেওয়ার কারণে অ্যামাজনের স্যাটেলাইট লঞ্চের সময় পিছিয়ে যায়। এক বিবৃতিতে কুইপারের ভাইস প্রেসিডেন্ট রাজীব বাদিয়াল বলেছেন, “প্রথমবারের মতো আমাদের এই মিশনের প্রস্তুতির জন্য ভূমিতে বড় পরিসরে পরীক্ষা চালিয়েছি আমরা। তবে এমন কিছু বিষয় রয়েছে, যা আপনি কেবল ফ্লাইটের মাধ্যমেই শিখতে পারেন। এবারই প্রথম আমাদের চূড়ান্ত স্যাটেলাইটের ডিজাইন মহাকাশে পাঠাব ও প্রথমবারের মতো আমরা একসঙ্গে এতগুলো স্যাটেলাইট সেখানে স্থাপন করব।” ইলন মাস্কের স্টারলিংক’সহ পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা অন্যান্য স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহকারীদের সঙ্গে প্রতিযোগিতা করবে কুইপার।
Amazon : আগামী ৯ এপ্রিল কুইপার স্যাটেলাইট পাঠাবে অ্যামাজন
