দোলনায় খেলার সময় ঘটলো দুর্ঘটনা! কি করে ঘটলো এই কাণ্ড?

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১৭ জানুয়ারি: এদিন ঘটে গেল এক শিশু মৃত্যুর দুর্ঘটনা। ওই শিশুটি দোলনায় খেলছিল। এবং হঠাৎ করে তার পাশের দেওয়ালটি গুড় মুড়িয়ে ভেঙে পড়ল। যার জেরে শিশুটি চাপা পড়ে তার মৃত্যু হয়। তার দিদি গুরুতরভাবে জখম হয়েছে। ডায়মন্ড হারবারের একটি হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। চিকিৎসকরা তাকে পিজিতে রেখে চিকিৎসা শুরু করেছেন।

পুলিশ সূত্র জানা গিয়েছে, শীতের রোদে ওই ছোট শিশুকে প্রতিদিনই ছাদে খেলা করতে নিয়ে যান তারা। দক্ষিণ ২৪ পরগনার উস্তির বাসিন্দা অঙ্কিতা মণ্ডল (৮) ও অনুষ্কা মণ্ডল (৫) থাকেন। আজও তার অন্যথা হয়নি। দুই বোন মিলে নিজেদের মতোই এদিন সকালেও ছাদে খেলছিল। পরিবার থেকে জানিয়েছে, ছাদের মাঝে থাকা একটি দেওয়াল ও একটি গাছে শাড়ি বেঁধে দোলনা বানিয়েছিল তারা। কেউ ভাবতে পারেনি কী বিপদ অপেক্ষা করছে। খেলার মাঝেই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়ালটি। জখম হয় দুই বোন। টের পাওয়ামাত্রই ছাদে ছুটে যান পরিবারের সদস্যারা।

সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অনুষ্কার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অঙ্কিতাকে ডায়মন্ড হারবার থেকে পিজি হাসপাতালে রেফার করা হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।