আজ এখন নিউজ ডেস্ক, 16 মার্চ: নদিয়ার তাহেরপুর থানা এলাকায় পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এক প্রৌঢ়কে খুন করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম নাসুরাম বিশ্বাস (৫৮)। তিনি স্থানীয় সুদের কারবারি ছিলেন। অভিযোগ, পাওনা টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাঁকে মদের আসরে ডেকে অতিরিক্ত মদ্যপান করিয়ে বেহুঁশ করে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। এরপর দেহ চূর্ণী নদীতে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়।
শনিবার বিকেলে চূর্ণী নদী থেকে একটি অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে। নাসুরামের পরিবারের দাবি, শুক্রবার রাতে অভিযুক্ত দুই যুবক তাঁকে মদের আসরে ডেকে পরিকল্পিতভাবে হত্যা করে। সারারাত খোঁজ না পেয়ে শনিবার দুপুরে নদীতে দেহ উদ্ধারের খবর পান পরিবারের সদস্যরা। অভিযোগ জানানো হলে তদন্ত শুরু করে পুলিশ।
রানাঘাট পুলিশ জেলার সুপার সানি রাজ এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘প্রাথমিক তদন্ত চলছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।’’ পরিবারের অভিযোগ ও পুলিশের তদন্তের ভিত্তিতে ওই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।