আজ এখন ডেস্ক, 8 জানুয়ারি: বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত ঘনশ্যাম রামের বড় ছেলে অনিমেষ। রোগটি শিশুদের পেশী কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে শরীরের কার্যক্ষমতা ধীরে ধীরে লোপ পায়। ভাগলপুরের ডাঃ বীরেন্দ্র কুমারের হাসপাতালে আইসিইউতে ভর্তি অনিমেষের অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটজনক। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা সংগ্রহ করতে তার পরিবার সোশ্যাল মিডিয়ার সাহায্যে মানুষের কাছে হাত পাতছে।
অনিমেষের চিকিৎসার খরচ প্রায় ১০ কোটি টাকা। রোগ নিরাময়ের জন্য একটি বিশেষ ওষুধ প্রয়োজন, যা পিটিসি কোম্পানির দ্বারা তৈরি। কিন্তু টাকার অভাবে চিকিৎসকরা তা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। সরকার ৫০ লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দিলেও সেই অর্থ এখনও পৌঁছায়নি। বাবার পেশা শিক্ষক হওয়ায় এত বিশাল খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়।
বাবা ঘনশ্যাম রাম এই প্রসঙ্গে জানান, ছেলের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে ইতিমধ্যেই তার আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। ছেলের জীবন বাঁচাতে তিনি গুগল পে এবং ফোন পে নম্বর 7909093244 দিয়ে সোশ্যাল মিডিয়ায় তহবিল সংগ্রহের আবেদন করছেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুরোধ জানানো হচ্ছে।
তথ্য অনুযায়ী, অনিমেষের মতো শত শত শিশু রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই বিরল রোগে আক্রান্ত। এদের চিকিৎসার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা। অসহায় পরিবারটি তাকিয়ে আছে সমাজের দিকে, যেন কেউ তাদের জন্য ফেরেশতা হয়ে আসে। এই সংকট শুধু অনিমেষের নয়, এটি অসংখ্য পরিবারের একটি লড়াই। সমাজের সহযোগিতাই পারে অনিমেষ ও তার মতো শিশুদের জীবনে আশার আলো জ্বালাতে।