আজ এখন নিউজ ডেস্ক, 16 ফেব্রুয়ারি: বিনোদন জগতের জনপ্রিয় দম্পতি অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং মধুজা বন্দ্যোপাধ্যায়ের ১৯ বছরের দাম্পত্য এবার আনুষ্ঠানিকভাবে ইতি টানতে চলেছে। পরিচালক-গায়ক-অভিনেতা অনিন্দ্য এবং চিত্রশিল্পী-লেখক মধুজার বিচ্ছেদের প্রক্রিয়া শেষ হবে আগামী সপ্তাহে।
গত অগাস্ট মাসে মধুজা সমাজমাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর প্রথম প্রকাশ্যে আনেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙক্তি উল্লেখ করে তিনি জানান, দীর্ঘ ১৪ বছরের মানসিক দ্বন্দ্ব এবং ক্লান্তির পর ২০১৯ সালে মুম্বই চলে যান তিনি। সঙ্গে ছিলেন তাঁদের একমাত্র সন্তান, জুজু। দূরত্ব তাঁদের সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে।
যদিও সন্তানকে নিয়ে একাধিকবার মধুজা ও অনিন্দ্য একত্রে সময় কাটিয়েছেন। মধুজা পরে জানান যে, সেই সমঝোতা সাময়িক ছিল। সমাজমাধ্যমে তিনি লেখেন, “অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। পেয়েছি আমিও। আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভারও হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। বিচ্ছেদ বিয়ের হয়েছে! জুজুর বাবা-মায়ের হয়নি। দাম্পত্যের হয়েছে, বন্ধুত্বের হয়তো না। আজ সত্যিই তাই খেলা ভাঙার খেলা!’’ অন্যদিকে, অনিন্দ্য তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলেননি। তবে মধুজার কথায় স্পষ্ট, এই সিদ্ধান্ত তাঁদের জন্য সহজ ছিল না। বিচ্ছেদ তাঁদের আঘাত দিয়েছে, তবে সত্য মেনে নিতে গিয়ে কোথাও যেন একটি মুক্তির অনুভূতিও এসেছে। দাম্পত্যের সমাপ্তি হলেও সন্তানের জন্য বন্ধুত্ব বজায় রাখতে চাইছেন এই দম্পতি। নতুন বছরে তাঁদের এই আইনি বিচ্ছেদ নতুন পথে এগিয়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে।