আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৩ মার্চ: এদিন সাতসকালে যতীন দাস পার্কে একটি পরিতক্ত বাড়িতে আগুন লাগে। একাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন পৌঁছায়। তবে খবর এসেছে, অগ্নিকাণ্ড আগের থেকে অনেকটা আয়ত্তে এসেছে। তবে ওই এলাকায় এই অগ্নিকাণ্ডে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।
দমকল সূত্রে দাবি, স্থানীয়রা আজ সকালে হাজরার কাছে একটি পরিতক্ত বাড়িতে আগুন দেখতে পান। প্রায় সাড়ে ছ’টা নাগাদ খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন দমকলের ছুটে আসে। ওই কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। ওই এলাকা ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বাড়ির অধিকাংশকেই। পুড়ে ছাই হয়ে যায় একের পর ঘর। তবে দমকল কর্মীদের প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কী করে আগুন লাগলে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
দমকলের এক আধিকারিক জানান,”সকাল সাড়ে ছ’টা নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আমাদের পুরো দল খুব ভালো কাজ করেছে। আগুন নেভানো গিয়েছে। কেউ আহত হননি। কী থেকে আগুন দেখা হচ্ছে।”
তবেই পুরনো বাড়িতে কিভাবে আগুন লাগল সেই প্রশ্নটি উঠছে সবার মনে। বাড়িটিতে কী লোকজনের যাতায়াত রয়েছে? যদি তাই হয়, তাহলে তাঁরা কারা? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।