লড়াইয়ের আরেক নাম মৌমিতা মণ্ডল! অভাবের হার্ডলস পেরিয়ে সোনার লাফ

আজ এখন নিউজ ডেস্ক, 10 ফেব্রুয়ারি: হুগলির বলাগড়ের চা বিক্রেতার মেয়ে মৌমিতা মণ্ডল রবিবার দেরাদুনের মহারানা প্রতাপ স্পোর্টস কমপ্লেক্সে নিজের ইচ্ছাশক্তি আর প্রতিভার প্রমাণ রাখলেন। ১০০ মিটার হার্ডলসে রুপো জয়ের পর কোনও বিরতি ছাড়াই দৌড়ে চলে গেলেন লং জাম্পের প্রতিযোগিতায়। যদিও প্রথম লাফে খানিক ব্যর্থতা এসেছিল, তবুও পরের লাফে বাজিমাত। দুরন্ত পারফরম্যান্সে সোনা জিতে বাংলার মাটির মেয়ে আবারও দেখালেন যে, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া তাঁর কাছে নতুন কিছু নয়।

মৌমিতার জীবনে অভাব ছিল নিত্যসঙ্গী। বাবা সুভাষচন্দ্র মণ্ডলের সীমিত উপার্জন কখনও তাঁর স্বপ্নের পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সমর্থন আর নিজের কঠোর পরিশ্রমে এগিয়ে চলেছেন এই তরুণী। অভাব আর বাঁধা পেরিয়ে, বাংলার হয়ে আরও বড় মঞ্চে নিজের জায়গা করে নেওয়ার অপেক্ষায় তিনি। দেরাদুন থেকে ফোনে মৌমিতা জানালেন, “১০০ মিটার হার্ডলস শেষ করার পর লং জাম্পে নামা খুবই কঠিন ছিল। আয়োজকদের বলেছিলাম লং জাম্পে আমার লাফটা একটু পিছিয়ে দিতে, কিন্তু তারা শোনেনি। তবুও লড়াই করেছি আর সাফল্য পেয়েছি।”

আগামী বছর কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসকে লক্ষ্য করে প্রস্তুতি শুরু করেছেন মৌমিতা। তিন বছর পর অলিম্পিকেও জায়গা করে নেওয়ার স্বপ্ন রয়েছে তাঁর। ভুবনেশ্বরে এক প্রতিযোগিতায় নীরজ চোপড়ার সঙ্গে দেখা হয়েছিল। তাঁর পরামর্শ পেয়েই আরও দৃঢ় মনোবল নিয়ে এগোতে চান তিনি। মৌমিতা বললেন, “নীরজ দা যেমন দেশের জন্য অলিম্পিক পদক এনেছেন, আমিও তেমনভাবে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। এখন থেকে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাই না।”