আজ এখন নিউজ ডেস্ক, 20 মার্চ: নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ ফের কলকাতা হাই কোর্টে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছেন। পাশাপাশি জামিনের শর্ত লঘু করারও আর্জি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার ভিত্তিতে জামিন পেয়েছিলেন তিনি।
এর আগে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জামিন মঞ্জুর করেছিল। তবে শর্ত ছিল তিনি শুধুমাত্র বাড়ি ও হাসপাতালে থাকতে পারবেন। সর্বক্ষণ বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর প্রহরার ব্যবস্থা থাকবে এবং ব্যবহৃত মোবাইল নম্বর সিবিআইকে জানাতে হবে। এছাড়া সিবিআইয়ের তদন্তে সহযোগিতার নির্দেশও দেওয়া হয়।
জামিন পাওয়ার পর থেকে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার অবনতির দাবি করে মার্চের শেষ পর্যন্ত দেওয়া অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদন করেছেন তিনি। চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরে জামিনের শর্ত শিথিল করারও আর্জি জানানো হয়েছে।
ইডি এবং সিবিআই ইতিমধ্যে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে এবং চার্জশিট জমা দিয়েছে। তদন্তও রয়েছে অব্যাহত। এর মাঝেই নিজের অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন ভদ্র। উল্লেখ্য, এর আগে সিবিআইয়ের শারীরিক রিপোর্ট বিবেচনা করে মানবিক দিক থেকে জামিন মঞ্জুর করেছিল আদালত।