বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি এআর রহমান! পর্যবেক্ষণে অস্কার জয়ী সুরকার

আজ এখন নিউজ ডেস্ক, 16 মার্চ: বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী এআর রহমানকে রবিবার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুকে ব্যথা অনুভব করায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। রহমানের ভক্তরা উৎকণ্ঠিত, সকলেই হাসপাতালের বুলেটিনের অপেক্ষায়।

সম্প্রতি লন্ডন সফর শেষে দেশে ফেরেন এআর রহমান। ফেরার পর থেকেই অসুস্থতা বোধ করছিলেন তিনি। তাঁর মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালে চেক-আপ করতে গেলে রহমানের ECG এবং অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, তিনি ডিহাইড্রেশনে ভুগছেন। রমজান মাসে রোজা রাখার কারণেও শারীরিক সমস্যার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। বিবাহবিচ্ছেদের পর রহমান তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, “অন্তত ৩০ বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো লাগত।” তাঁদের এই বিচ্ছেদ ভক্তদের মধ্যে গভীর দুঃখের সৃষ্টি করেছিল। সম্প্রতি সায়রা বানুরও একটি অস্ত্রোপচার হয়, যা তাঁকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করেছিল। এই মুহূর্তে রহমানের শারীরিক অবস্থার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তাঁর ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।