আরাবুল ইসলামের গাড়িতে তল্লাশি! সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসা

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৫ ডিসেম্বর: পুলিশ বৃহস্পতিবার দিন সকালে আরাবুল ইসলামের গাড়িতে তল্লাশি চালান। তার গাড়ির দিকে খুলতেই দেখা যায় লাঠি, কোদালের বাট, উইকেট। কি কারনে গাড়িতে এইসব রাখা হয়েছে? এইসব কথাবার্তা নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধলো তৃণমূল নেতা আরাবুল ইসলামের। আজ সকালে বিডিও অফিস এলাকার সামনে এই ঘটনাটি ঘটে। গতকাল আরাবুল ইসলামের সঙ্গে বিধায়ক শওকত মোল্লার বিবাদ দেখা যায়। তার পরদিনই এই লাঠি উদ্ধার করা হল। তাহলে কি ফের অশান্তির ছায়া ভাঙড় এলাকায় ? সেই প্রশ্ন উঠছে।

আরাবুল ইসলাম আজ সকালে পঞ্চায়েত সমিতির অফিসে যান। ওই এলাকাতেই বিডিও অফিস আছে। সেই কারণে ওই প্রশাসনিক চৌহদ্দির এলাকায় পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। অন্যান্য গাড়িরও তল্লাশি চালানো হয়। সেই হিসেবে আরাবুল ইসলামের গাড়িতেও তল্লাশি হয়। পুলিশ গাড়িতে তল্লাশি চালাতে শুরু করে। গাড়ির ডিকির ভিতর থেকে বেরিয়ে পড়ে লাঠি, উইকেট, কোদালের বাট। পুলিশ সেই বিষয়ে প্রশ্ন করে আরাবুল ইসলামকে। বচসা বেঁধে যায় আরাবুল ইসলামের সঙ্গে পুলিশের।

আরাবুল ইসলাম সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন।সেই সঙ্গে ভাঙড়ে আরাবুল ইসলাম অনুগামীরাও ফের অক্সিজেন পেয়েছেন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের সঙ্গে চাপা উত্তেজনা হতে দেখাও গিয়েছে। ফের অশান্তির আঁচ ভাঙড় এলাকায়? সেই কথাও চর্চায় উঠেছে। এবার আরাবুলের গাড়িতে মিলল এই লাঠি, উইকেট। কী কারণে ওই সব গাড়িতে রাখা হয়েছিল? সেই বিষয় জানার চেষ্টা করছে পুলিশ।