ফের বাবা হলেন অরিজিৎ সিং? অন্নপ্রাশনে নতুন চমক!

আজ এখন নিউজ ডেস্ক, 5 ফেব্রুয়ারি: বাংলা গানের জগতে অরিজিৎ সিং এক এমন নাম, যা মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তাঁর কণ্ঠের জাদু গোটা দেশকেই মুগ্ধ করেছে। তবে গান ছাড়াও অরিজিৎ সিং-এর ব্যক্তিগত জীবনও প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে। সম্প্রতি একটি বিশেষ ঘটনায় আবারও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই।

সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গিয়েছে, অরিজিৎ সিং তাঁর স্ত্রী কোয়েল রায়ের সঙ্গে একটি অন্নপ্রাশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেখানে কোয়েলের কোলে এক ছোট্ট শিশু। এই দৃশ্য দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ফের বাবা হলেন অরিজিৎ? তবে কি তাঁর পরিবারে নতুন কোনো সদস্য যুক্ত হল? প্রসঙ্গত, অরিজিৎ প্রথম স্ত্রী রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৪ সালে কোয়েল রায়কে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। তাই কোয়েলের কোলে বাচ্চা দেখে জল্পনা শুরু হয়েছে, এটি কি তাঁদের তৃতীয় সন্তান?

ভিডিওতে যে বাচ্চাটিকে কোয়েলের কোলে দেখা গিয়েছে, তা আসলে তাঁদের সন্তান নয়। এটি একটি পারিবারিক অনুষ্ঠানে তাঁদের উপস্থিতির মুহূর্ত। তাঁরা এসেছিলেন এক বন্ধুর সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠানে। কোয়েল শিশুটির প্রতি মাতৃসুলভ আচরণ দেখিয়েছেন, যা দেখে নেটিজেনদের মনে ভুল ধারণা তৈরি হয়েছে।

অরিজিৎ সিং-এর বিনয়ী ও সাধারণ জীবনযাত্রার কথা এখন আর কারোরই অজানা নয়। তিনি তারকাখ্যাতি থেকে দূরে থেকে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। অন্নপ্রাশনের অনুষ্ঠানে তিনি এতটাই স্বাভাবিক ও সাধারণ পোশাকে উপস্থিত ছিলেন, যা তাঁর ভক্তদের মন কেড়ে নিয়েছে।