আজ এখন নিউজ ডেস্ক, 27 ডিসেম্বর: চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামে আদিবাসী সমাজের মধ্যে। গতকাল ভোর ছয়টার দিকে গ্রামের পাঁচজন কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে। অভিযোগ উঠেছে, এই কিশোররা ১৫ বছরের নীচের এবং তাঁরা পুকুরপাড়ে প্রাতঃকৃত্যের জন্য গিয়েছিল। স্থানীয় আদিবাসীরা দাবি করছেন, পুলিশ তাঁদের অন্যায়ভাবে তুলে এনেছে।
গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, তাঁদের ঘরে শৌচাগারের অভাব। এই কারণে তাঁদের সন্তানরা মাঠে শৌচকর্ম করতে যায়। স্থানীয় বাসিন্দা সুরুজমণি দেবী বলেন, “আমাদের ছেলেরা কোনো অপরাধ করেনি। কিসের ভিত্তিতে এবং কোন আইনের অধীনে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে? ১৮ বছরের নীচে হলে তাঁদের গ্রেপ্তার করা যায় না। আমাদের দাবি মানতে হবে, অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে।”
এই ঘটনার প্রতিবাদে আদিবাসীরা থানায় এসে তুমুল বিক্ষোভে সামিল হন। তীর-ধনুক, লাঠি-সোটা হাতে উত্তেজিত গ্রামবাসীদের দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমব্যাট ফোর্স নামায়। ঘটনাস্থলে উপস্থিত সিআইবি অফিসার পিন্টু মুখার্জি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। গ্রামবাসীদের দাবি, নাবালকদের মুক্তি দিয়ে তাঁদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করতে হবে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।