জেলের ভেতরেই গ্রেফতার! নিয়োগ কেলেঙ্কারিতে নতুন মোড়, ‘কালীঘাটের কাকু’ এবার সিবিআইয়ের জালে

আজ এখন নিউজ ডেস্ক, 18 ডিসেম্বর: নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম বিতর্কিত চরিত্র ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে এবার সিবিআই গ্রেফতার করল সংশোধনাগার থেকে। দুর্নীতি মামলায় তাঁর নাম সামনে আসার পর থেকেই কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির নজরে ছিলেন তিনি। এর আগে ইডি-র মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেও সিবিআইয়ের থেকে রেহাই পেলেন না সুজয়কৃষ্ণ। মঙ্গলবার জেলের মধ্যেই তাঁকে অ্যারেস্ট করে সিবিআই। এর আগে বারবার অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজিরা এড়িয়েছিলেন তিনি। এবার আর সেই অজুহাত কাজে এল না।

সুজয় নিজের অসুস্থতার নাটক এবং গ্রেফতারি তাঁর বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করলেও তিনি শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়িয়ে যান। এমনকি তিনবার আদালতে হাজিরা এড়ানোর পরও আদালত তাঁকে শেষ সুযোগ দিয়েছিল। তবে সিবিআই তদন্তকারীরা এবার আর সময় নষ্ট করেনি। সংশোধনাগারে থাকা অবস্থাতেই তাঁকে গ্রেফতার দেখানো হয়।

নিয়োগ কেলেঙ্কারিতে ‘কালীঘাটের কাকু’ হিসেবে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্র প্রথমে ছিলেন এক রহস্যময় চরিত্র। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সময়ই উঠে আসে তাঁর নাম। এরপর তদন্তে নেমে তাঁর প্রকৃত পরিচয় জানতে পারে ইডি। তাঁকে গ্রেফতার করা হলেও শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান। কিন্তু সিবিআইয়ের চোখে তিনি ছিলেন তদন্তের গুরুত্বপূর্ণ ব্যক্তি।

সুজয়ের গ্রেফতারের পরই আদালতে ফের জোরদার লড়াই শুরু হয়েছে। সিবিআইয়ের দাবি, তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে, সুজয়ের আইনজীবী জামিনের আবেদন জানিয়েছেন। আদালতে এই মামলার ভবিষ্যৎ কী, তা নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা। নিয়োগ কেলেঙ্কারিতে নতুন মোড় এনে দিয়েছে সুজয়ের এই গ্রেফতার। তদন্তের পরত খুলতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যে আরও সক্রিয় হয়ে উঠবে, তা একপ্রকার নিশ্চিত।

09:12