আজ এখন নিউজ ডেস্ক, 9 জানুয়ারি: অন্ডাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কাজোড়া গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর কোলিয়ারি এলাকা থেকে রাজেশ কুমার তাঁতি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযানে তার বাড়ি থেকে একটি দেশি উন্নতমানের পাইপ গান এবং পাঁচ রাউন্ড জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চলতি মাসের ৩ জানুয়ারি কাজোড়া এলাকায় একটি মারামারির ঘটনায় রাজেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই থেকেই রাজেশকে খুঁজছিল অন্ডাল থানার পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তিকে অস্ত্র আইনের আওতায় মামলা রুজু করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ আদালতের কাছে পাঁচ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।
পুলিশ সূত্রের খবর, রাজেশ কুমার কেন এবং কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রেখেছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। অন্ডাল থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার সঙ্গে কোনো বড় চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।