আজ এখন নিউজ ডেস্ক, 18 ডিসেম্বর: আছড়ার একটি বেসরকারি স্কুল থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পিছনে ভিন রাজ্যের কিছু যুবকের হাত রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোমবার বিকেলে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত রূপনারায়ানপুর রেল ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। বাথনবাড়ি গ্রামের বাসিন্দা এবং অষ্টম শ্রেণীর ছাত্র নবীন লাহা (১৪ বছর) প্রতিদিনের মতোই স্কুল শেষে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময়, চার যুবক তার উপর চড়াও হয় এবং তাঁকে বেল্ট, লাঠি ও ঘুষি দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। মারধরের ফলে তাঁর মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে।
এই প্রসঙ্গে নবীন লাহা জানায়, ওই যুবকরা তাঁকে মারতে মারতে রেল লাইনের ধারে নিয়ে যায়। তাঁর চিৎকার শুনে স্থানীয় কিছু মানুষ ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং দুষ্কৃতীদের কবল থেকে রক্ষা করে। এই ঘটনায় স্থানীয়রা চার অভিযুক্তের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও, বাকি দুজন পালিয়ে যায়। আহত ছাত্রের বাবা কাঞ্চন লাহা জানিয়েছেন, এটি কোনো সাধারণ মারধরের ঘটনা নয়। তাঁর ছেলেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। স্থানীয়রা না এলে হয়তো তাঁর ছেলে বেঁচে ফিরতে পারত না। তিনি আরও জানান, আটক দুই অভিযুক্তের নাম সত্যেন্দ্র কুমার ও গৌরব কুমার। তাঁরা বিহারের বাসিন্দা বলে জানা গেছে। তবে পালিয়ে যাওয়া বাকি দুই অভিযুক্তের নাম এখনও জানা যায়নি।
নবীন লাহার অভিযোগ, হামলার পিছনে কোনো কারণ সম্পর্কে সে নিশ্চিত নয়। আহত ছাত্রকে প্রথমে পিঠাকেয়ারী গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। ইতিমধ্যেই সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নবীনের বাবা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।