আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৩ মার্চ: মার্চ মাসের শুরুতেই রোদের তাপ তুঙ্গে। ইতিমধ্যে ঘরে ঘরে চলছে ফ্যান ও এসি। পরিস্থিতিতে হাওয়া অফিস শোনাল স্বস্তির খবর। চলতি সপ্তাহের মাঝে আবহাওয়া তাপমাত্রা কমবে এটাই শোনা যাচ্ছে। নতুন সপ্তাহের শুরুতে ফের বাড়বে পারদ। কলকাতায় ৩৩ ডিগ্রি এবং জেলায় জেলায় সর্বোচ্চ ৩৬ ডিগ্রির ঘরেও পৌঁছতে পারে তাপমাত্রার পারদ।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মালদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত। আরেকটি ঘনাবর্ত অসমেও রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য আপাতত সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের মাঝে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা। কলকাতায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর জেলায় জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে তাপমাত্রার পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৭ থেকে ৮৯ শতাংশ। আগামী চার-পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকায়। আবার কর্ণাটক উপকূল সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন এবং গোয়াতেও।