কুম্ভ মেলা থেকে ফিরেই চক্ষু চড়কগাছ! শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য

আজ এখন নিউজ ডেস্ক, 7 ফেব্রুয়ারি: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যম দত্তের বাড়িতে চুরির ঘটনাটি ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে স্থানীয় এলাকায়। চুরির সময় বাড়ির মালিক ছিলেন কুম্ভ মেলায়। স্নান সেরে বাড়ি ফিরে বাড়ির অবস্থা দেখে হতবাক হয়ে যান তিনি।

সত্যম দত্ত ২৬ তারিখে বন্ধু ও পরিবারের সঙ্গে কুম্ভ মেলায় গিয়েছিলেন। ফিরে এসে বাড়ির প্রধান দরজা খুলতেই দেখতে পান বাড়ি সম্পূর্ণ লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। চোরেরা আলমারি ভেঙে নগদ ১০ হাজার টাকা, সোনার গয়না, একটি এলইডি টিভি, একটি প্রিন্টার মেশিন সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। কিন্তু পুলিশের টহলদারির অভাব পরিস্থিতিকে আরও খারাপ করছে। এলাকাবাসীরা জানিয়েছেন, কিছুদিন আগেও একই এলাকায় একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। যার এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনার জেরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ দুই-ই তৈরি হয়েছে। এই প্রসঙ্গে এক বাসিন্দা জানিয়েছেন, “যদি প্রধান শিক্ষকের বাড়িতেই এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ কি নিরাপদ? পুলিশের আরও তৎপর হওয়া উচিত।” আরেকজন বলেন, “এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। রাতে টহলদারি বাড়ালে চুরির ঘটনা অনেকটাই কমবে।”

01:04