জাল নথি চক্রে গ্রেপ্তার যুবক, একই আধার নম্বরে একাধিক পাসপোর্ট তৈরি

আজ এখন নিউজ ডেস্ক, 13 মার্চ: রাজ্যে জাল নথি চক্রের পর্দাফাঁস করতে গিয়ে এবার বাগুইআটির বাসিন্দা ত্রিদীপ মণ্ডল পুলিশের জালে। অভিযোগ, নিজের আধার নম্বর ব্যবহার করে একাধিক নামে পাসপোর্ট বানানোর চেষ্টা করছিল সে। বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। আজ চুঁচুড়া আদালতে তোলা হবে তাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ত্রিদীপ মণ্ডলের বাড়ি বাগুইআটির জ্যাংড়া এলাকায়। শুধু নিজের জন্যই নয়, জাল নথি বানিয়ে অন্যদের পাসপোর্ট তৈরি করে দিত সে। জানুয়ারি মাসে চন্দননগর কমিশনারেট জাল পাসপোর্ট চক্রে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল। তাদের জেরা করেই ত্রিদীপের নাম উঠে আসে।

তদন্তকারীদের দাবি, ত্রিদীপ ওই জাল পাসপোর্ট চক্রের একজন সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করত। এই চক্র শুধু জাল পাসপোর্ট বানানোতেই সীমাবদ্ধ ছিল না। অভিযোগ, তারা বহু বাংলাদেশি নাগরিককে ভারতে ঢোকার ব্যবস্থা করে এদেশের নাগরিকত্বের জাল প্রমাণপত্রও তৈরি করে দিয়েছে।

রাজ্যে জাল পাসপোর্ট কাণ্ডে ধরপাকড় অব্যাহত। কলকাতা পুলিশ ইতিমধ্যেই চক্রের বেশ কয়েকজন ‘কিংপিন’কে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের শীর্ষ নেতৃত্বদের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। পুলিশের মতে, অবৈধ পথে নাগরিকত্ব প্রদান করে দেশের নিরাপত্তা বিপন্ন করাই ছিল এই চক্রের মূল লক্ষ্য।