সপ্তাহের প্রথম দিনে চালু হল বালি ব্রিজ! হাঁফ ছেড়ে বাঁচলেন নিত্যযাত্রীরা

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৭ জানুয়ারি: বালি ব্রিজ টানা ১০০ ঘন্টা বন্ধ থাকার পর, সোমবার চালু করা হয়। স্বাভাবিকভাবেই এখন যান চলাচল করছে। তার সঙ্গে ট্রেনও চলছে। এতদিন ধরে নিত্যযাত্রীরা যে ভোগান্তিতে করেছিল তার থেকে রেহাই পেয়েছে। নিত্যযাত্রীরা সপ্তাহের প্রথম দিনে এমন খবর পেয়ে খুশি হয়েছে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণেশ্বর-বরাহনগর থেকে হাওড়া-হুগলি পর্যন্ত বালি ব্রিজ সংযোগে রয়েছে। যার কারণে গাড়ির চাপ তুলনামূলক বালি ব্রিজ  অনেক বেশি। গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ওই ব্রিজে যান চলাচল করা নিষেধ করা হয়েছিল। তবুও একাংশ দিয়ে চলছিল যাতায়াত। পাশাপাশি বালিঘাট থেকে বালিহল্টের মাঝে রেল ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ২৩ জানুয়ারি রাত ১২ টা থেকে ২৬ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত শিয়ালদহ- ডানকুনি শাখার ট্রেন চলাচল বন্ধ ছিল।

দুয়ে মিলে চরম ভোগান্তির শিকার হন যাতায়াতকারীরা। নিবেদিতা সেতু দিয়ে অনেকেই বালি হল্টে নেমে মেন লাইনে ট্রেন ধরেন। তাঁদের টোল প্লাজা ছাড়িয়ে কমপক্ষে দেড় কিলোমিটার দূরে নামতে হচ্ছিল। ওই পথ হেঁটে যাতায়াত করতে হচ্ছিল। তা নিয়ে বারবার পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান যাতায়াতকারীরা। অবশেষে নিবেদিতা সেতুর টোলপ্লাজার রাস্তার ধারের পাঁচিলের কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়। ওই বিকল্প পথে ওঠানামা চলছিল। তবে এবার বালি ব্রিজে যানচলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে নিত্যযাত্রীরা।

19:53