আজ এখন নিউজ ডেস্ক, 4 মার্চ: শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে শুরু হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের এক নতুন অধ্যায়। সেই ধারায় এবার পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের প্রথম স্যাটেলাইটটি এখন পরিচিত হবে “বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১)” নামে। সোমবার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মহম্মদ রফিকুল ইসলাম এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতিহাস বলে, ২০১৮ সালে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস দ্বারা নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইটটি আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর, ২০২৪ সালের অভ্যুত্থানের নির্দেশনায় আওয়ামি লীগ সরকারের সঙ্গে যুক্ত নামসমূহ মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, বাংলাদেশের ক্রীড়া জগতে আরও একটি বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। দীর্ঘ এক দশক ধরে আলোচিত পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিকল্পনা বাতিল করে সেটির নতুন নাম দেওয়া হয়েছে “ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)”। বিসিবির মিরপুর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্তের কথা জানানোর পর থেকেই বিষয়টি ক্রীড়া মহলে আলোচিত।