‘পুষ্পা 2’-এ বাঁকুড়ার মেয়ে অর্পিতার সুরেলা অবদান!

আজ এখন নিউজ ডেস্ক, 22 ডিসেম্বর: ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘পুষ্পা 2: দ্য রুল’, যা বক্স অফিসে এক নতুন ইতিহাস তৈরি করেছে, সেখানে রয়েছে বাঁকুড়ার ভূমিপুত্রীর অবিস্মরণীয় অবদান। বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রামের কন্যা অর্পিতা চক্রবর্তী ছবির জনপ্রিয় গান ‘পিলিংস’-এ নিজের সুরেলা কণ্ঠের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে। গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে ভাইরাল হয়েছে এবং ২ কোটিরও বেশি মানুষ এই গানটি উপভোগ করেছেন।

এই গানে সুর দিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ। হিন্দি গানের বাংলা রূপান্তর করেছেন বিশিষ্ট কবি শ্রীজাত। গানটি তিমির বিশ্বাসের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়েছেন অর্পিতা। তাঁর গায়কি এবং বাংলা ভাষার গভীর আবেগ গানটিকে আরও স্মরণীয় করে তুলেছে।

অর্পিতা চক্রবর্তী বাঁকুড়ার বিখ্যাত লোকগীতি ‘লাল পাহাড়ির দেশে যা’-এর স্রষ্টা সুভাষ চক্রবর্তীর কন্যা। ছোটবেলা থেকেই গান তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। বাঁকুড়ার লোকগীতি—ভাদু, টুসু, বাউল এবং ভোরবেলার সংকীর্তনের সুরে তাঁর শৈশব রঙিন হয়ে উঠেছিল। বাবার কাছ থেকে গান শেখা এবং পরিবেশ থেকে প্রাপ্ত এই সঙ্গীত ঐতিহ্য তাঁকে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছে।

অর্পিতা নিজেই বলেন, “বাবার কাছ থেকে গান শুনেই আমার বড় হওয়া। পুষ্পা 2-র মতো ছবিতে গান করার সুযোগ পাওয়া আমার জন্য সত্যিই সৌভাগ্যের।” তাঁর এই অর্জনে বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে শুরু করে গোটা জেলার মানুষ গর্বিত। প্রতিবেশীরা তাঁর প্রশংসা করে এবং তাঁর সাফল্যকে নিজেদের জয় হিসেবে উদযাপন করছে।

অর্পিতা চক্রবর্তী কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে লোকগান নিয়ে মাস্টার্স করার পর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেন। ছোট থেকেই বাবার মঞ্চে গান পরিবেশনের অভিজ্ঞতা এবং নিজস্ব প্রচেষ্টার ফলেই তিনি আজ বলিউডের একটি বিশাল মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। তাঁর সুরেলা কণ্ঠ এবং বলিউডের ‘পুষ্পা 2’-এ অবদানের মাধ্যমে বাংলার গৌরব বিশ্ব দরবারে আরও একবার প্রতিষ্ঠিত হলো।

‘পিলিংস’ গানটি ইতিমধ্যেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পুষ্পার গানগুলোর মতো এটি বাংলাতেও সমান জনপ্রিয় হয়ে উঠেছে। বাঁকুড়ার মেয়ে অর্পিতা আজ নিজের সাফল্যের গল্প দিয়ে প্রমাণ করেছেন যে মাটির টান আর প্রতিভা একসঙ্গে থাকলে কোনো বাধাই অজেয় নয়।