আজ এখন নিউজ ডেস্ক, 20 মার্চ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দাপুটে জয় কেটেছে ১২ বছরের শিরোপা খরা। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে এই গৌরব অর্জন করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এই ঐতিহাসিক সাফল্যের উদযাপনে বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের জন্য ৫৮ কোটি টাকার আর্থিক পুরস্কার বরাদ্দ করা হয়েছে।
বিসিসিআইয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্বকে সম্মান জানাতে ভারতীয় বোর্ড ৫৮ কোটি টাকার পুরস্কার ঘোষণা করছে। এই অর্থ ভাগ করে দেওয়া হবে ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির মধ্যে।”
যারা ১৫ সদস্যের প্রতিটি স্কোয়াড সদস্য অর্থাৎ যারা মাঠে নামার সুযোগ পাননি, তারাও পাবেন ৩ কোটি টাকা। এমনকি কোচ গৌতম গম্ভীরও একই পরিমাণ পুরস্কার পাবেন। সাপোর্ট স্টাফদের প্রত্যেকে পাবেন ৫০ লক্ষ টাকা। প্রধান নির্বাচক অজিত আগরকর পাবেন ৩০ লক্ষ টাকা, আর বাকি নির্বাচকদের জন্য বরাদ্দ হয়েছে ২৫ লক্ষ টাকা করে।
আইসিসি থেকেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় দলকে ২০ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এই অর্থ শুধুমাত্র ১৫ জন ক্রিকেটারের মধ্যে ভাগ করা হবে। আইপিএল নিয়ে ক্রিকেট মহলে উত্তেজনার মাঝেই এই আর্থিক পুরস্কার ভারতের ক্রিকেটারদের জন্য আরও উৎসাহজনক খবর হয়ে উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির এই জয় ভারতের ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা করেছে, যা গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বিষয়।