আজ এখন নিউজ ডেস্ক, 11 ফেব্রুয়ারি: আইপিএলের আগে বড়ো সমস্যায় কলকাতা নাইট রাইডার্স! বিসিসিআই একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যাতে বাংলা-সহ ১৪টি রাজ্যের ক্রিকেট সংস্থা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই নির্দেশিকার ফলে ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রস্তুতি শিবির হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, আইপিএলের মাঠগুলোর পিচ ও আউটফিল্ড ভালো রাখার জন্য সেখানে কোনও স্থানীয় প্রতিযোগিতা বা অনুশীলন শিবির আয়োজন করা যাবে না। শুধুমাত্র রঞ্জি ট্রফির নক আউট ম্যাচগুলির জন্য মাঠ ব্যবহার করা যেতে পারে। কলকাতার ইডেন গার্ডেন্সে বর্তমানে রঞ্জির কোয়ার্টার ফাইনালের খেলা চলছে, তবে আইপিএলের প্রস্তুতি শিবির আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আইপিএলের জন্য ১৪টি স্টেডিয়াম নির্ধারিত রয়েছে, যার মধ্যে কলকাতা অন্যতম। বিসিসিআইয়ের কড়া নির্দেশনায় কেকেআরের প্রস্তুতি পরিকল্পনায় বড়সড় পরিবর্তন আসতে পারে। এখন প্রশ্ন, নাইট রাইডার্স কোথায় তাদের প্রস্তুতি শিবির করবে? বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।