আজ এখন নিউজ ডেস্ক, 20 জানুয়ারি: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) গৌতম বর্মণ (৪৫)-এর আকস্মিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে সরকারি আবাসনে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রাক্কালে এই ঘটনায় প্রশাসনিক মহলে আলোড়ন পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বিডিও গৌতম বর্মণকে ঘুম থেকে উঠতে না দেখে আবাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাঁকে ডাকতে যান। তখনই তাঁকে অচৈতন্য অবস্থায় আবিষ্কার করা হয়। দ্রুত তাঁকে কুমারগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘুমের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
গৌতম বর্মণ, যিনি কোচবিহারের দিনহাটার বাসিন্দা, পরিবার নিয়ে কুমারগ্রামের সরকারি আবাসনে থাকতেন। রবিবার গভীর রাত থেকেই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন বলে পরিবার সূত্রে খবর। প্রায় ৯ মাস আগে শারীরিক সমস্যার কারণে তিনি চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছান। বিডিও-র মৃত্যুর ঘটনায় পরিবার এবং প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তবে সরকারি দায়িত্বে কর্মরত অবস্থায় এই রহস্যজনক মৃত্যু নিয়ে জেলায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।