বছর না ঘুরতেই ফের রাজধানী দখলের লড়াই, ২০২৫ এর দিল্লির বিধানসভা নির্বাচন শুরু নির্দিষ্ট দিনে!

আজ এখন নিউজ ডেস্ক, 5 ফেব্রুয়ারি: আজ সকাল ৭ টা থেকেই শুরু হয়ে গিয়েছে দিল্লি বিধানসভার ভোট গ্রহণ প্রক্রিয়া। কোন দলের দখলে যাবে রাজধানী, সেই নিয়েই চলছে জোরদার লড়াই। সকাল ৭ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে দিল্লির মসনদ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। এই একদফা ভোটেই ভাগ্য নির্ধারণ হবে দিল্লিবাসীর। মোট ৭০ টি আসনের জন্য লড়াই করছেন দিল্লি বিধানভার নির্বাচনী দলগুলি। প্রায় ১.৫৬ কোটি দিল্লীবাসী নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নির্ধারণ করবেন, আগামী পাঁচ বছরের দিল্লি বিধানসভার শাসকের আসন। ১৪ হাজার বুথে চলছে নির্বাচন প্রক্রিয়া। একদিকে রয়েছেন দিল্লি বিধানসভার প্রাক্তন মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সন্দীপ দিক্ষিত। অন্যদিকে, আবার জোর টক্কর দিতে চলেছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা বিজেপি। ৬৮ টি আসনের লড়ছে এই কেন্দ্রীয় দল। আগামী ৮ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার হবে এই ভোট গণনা প্রক্রিয়া।

দিল্লীর বিধানসভায় একচেটিয়া রাজত্ব চলছিল আম আদমি পার্টির। বিগত কয়েক বছরে বেশ কিছু বিতর্কে জড়িয়েছে এই দল। মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায়, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের মাথা অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে এই বছর ২০২৫-র দিল্লির বিধানসভা নির্বাচনীতে, প্রায় তিন দশক পরে ক্ষমতা দখলের জোরদার চেষ্টা চালাচ্ছে বিজেপি। কিন্তু পিছিয়ে নেই কেজরিওয়ালের আম আদমি পার্টিও। বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প শুরু করে চলছে দিল্লিবাসীর মন জেতার চেষ্টা। এখনও পর্যন্ত দিল্লিবাসীর মতিগতি দেখে আন্দাজ করা যাচ্ছে আপের পাল্লা ভারি। অন্যদিকে, রাহুল গান্ধীও হাল ছাড়েননি। নিজের ক্ষমতায় দিল্লি দখলের চেষ্টা তার অব্যাহত রয়েছে। এছাড়াও, মায়াবতের বিএসপি পার্টিও অংশগ্রহণ করেছে দিল্লি নির্বাচনে। মাঠ ছাড়তে নারাজ সব দলই। রাজধানী দখলে আনার প্রয়াসে কোন খামতি রাখেননি তারা। তাই রদবদল হবে নাকি আবার আম আদমি পার্টির হাওয়াই বইবে দিল্লিতে, সেই দিকে তাকিয়ে এখন গোটা দেশ।

ইতিমধ্যেই ভোটদান পর্ব সেরেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে, ভোট প্রক্রিয়া শুরু হতেই সকাল সকাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দিন তিনি দিল্লিবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, ‘আজ দিল্লি বিধানসভা নির্বাচনের সব আসনে ভোটগ্রহণ হবে। আমি দিল্লির সমস্ত ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি, পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার জন্য। সকলে যেন বুথে গিয়ে নিজেদের মূল্যবান ভোট দেন। পাশাপাশি, প্রথমবার ভোট দিতে যাওয়া যুবসমাজকে আমার অভিনন্দন। মনে রাখবেন, ‘প্রথমে ভোটদান, তারপর বিশ্রাম।’