বছরের শুরুতেই কৃষকদের জন্য বড় ঘোষণা! মোদি সরকারের সেরা উপহার

আজ এখন নিউজ ডেস্ক, 2 জানুয়ারি: নতুন বছরে কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এল মোদি সরকার। বছরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। ক‍্যাবিনেট বৈঠকের পরে তথ‍্যপ্রযুক্তি এবং রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই যোজনাকে আরও আধুনিক ও কার্যকর করতে বরাদ্দ করা হয়েছে ৬৯,৫১৫ কোটি টাকা।

পাশাপাশি, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকীকরণের জন্য ৮০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। বর্তমানে দেশের ২৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চালু থাকা এই প্রকল্পকে আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ শুরু করবে সরকার। মূলত কৃষকদের আর্থিক চাপ কমাতে এবং তাঁদের আরও সহযোগিতা করতেই এই বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

এছাড়াও, ডিএপি সারের মূল্য নিয়ন্ত্রণেও বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে সারের দাম ৩০০০ টাকার বেশি হলেও, কৃষকদের সুবিধার জন্য ডিএপি সারের ৫০ কেজির বস্তার দাম ১৩৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। এই মূল্য নিয়ন্ত্রণের জন্য ৩৮৫০ কোটি টাকা ভর্তুকি প্রদান করবে কেন্দ্রীয় সরকার।