আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১৭ জানুয়ারি: আম আদামি পার্টি এবার সুপ্রিম কোর্টের রায়ে অক্সিজেন পেল দিল্লি ভোটের ঠিক আগে। দিল্লি সরকারকে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালুতে বাধ্য করা যাবে না এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। তার সঙ্গে দিল্লি হাই কোর্ট নির্দেশ দেন, আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার জন্য কেন্দ্রের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করতেই হবে আপ সরকারকে। এবং শীর্ষ আদালত সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়।
নরেন্দ্র মোদির মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প দেশের ৩৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হলেও দিল্লি এই প্রকল্প কার্যকর হয়নি। দিল্লি এবং বাংলা এই দুই সরকারি জানান, এই প্রকল্প গুলি চালু রাখলে সাধারণ মানুষেরই আসলে ক্ষতি হবে। কারণ রাজ্য সরকার আয়ুষ্মান ভারতের থেকেও আরও বেশি ভালো ও কার্যকরী স্বাস্থ্য বীমা চালাচ্ছে বাংলা এবং দিল্লিতে।
এদিন সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন, “এভাবে সরকারকে নীতি নির্ধারণের ক্ষেত্রে নির্দেশ দিতে পারে না আদালত। কেন্দ্র-রাজ্য সম্পর্কের ব্যাখ্যাই বদলে দিচ্ছে আদালত।” দিল্লি সরকারের সেই যুক্তি মেনে শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিল। যার অর্থ, দিল্লি সরকারকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুতে বাধ্য করা যাবে না।