বাবা সিদ্দিকী হত্যা মামলায় বড় তথ্য, কেন সালমান খানকে মারতে এসেও ব্যর্থ হয়েছে পরিকল্পনা?

আজ এখন নিউজ ডেস্ক, 5 ডিসেম্বর: বলিউডের ভাইজান সালমান খান নিরাপত্তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। বাবা সিদ্দিকীর মৃত্যুর পর সালমান খানের নিরাপত্তাও বাড়ানো হয়। এবার বাবা সিদ্দিকী হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্তরা জানায়, সিদ্দিকীর আগে ভাইজানকে হত্যার পরিকল্পনা ছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, লরেন্স বিষ্ণয়ের হিটলিস্টের শীর্ষে রয়েছেন সালমান খান।

ফের নিরাপত্তার ঘাটতি সালমান খানের

এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সালমান খানের শুটিং সেটে অবৈধভাবে ঢুকে পড়েন এক ভক্ত। ক্রু মেম্বার অচেনা ব্যক্তিকে দেখে তাকে বাইরে যেতে বলেন। এরপর তিনি বলেন, ‘বিষ্ণোইকে কী বলব?’ এরপর নাকি সেখানকার লোকজন স্থানীয় পুলিশকে খবর দেয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, ওই ব্যক্তি সালমানের বড় ভক্ত এবং তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে পুলিশ মামলা ও অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত।

লরেন্স বিষ্ণোইয়ের টার্গেটে কেন সালমান খান?

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। বিষ্ণোই সম্প্রদায় কালো হরিণকে পবিত্র বলে মনে করে এবং সেই কারণেই সালমান খান তাদের টার্গেট তালিকায় রয়েছেন। তাদের দাবি সালমান খানের উচিত মন্দিরে গিয়ে গোটা সমাজের কাছে ক্ষমা চাওয়া। বাবা সিদ্দিকীও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছিল বলে অভিযোগ। বিষ্ণোই গত কয়েক মাস ধরে সালমানকে হুমকি দিয়ে আসছেন। এমনকি ওই গ্যাংস্টার এও বলেছেন যে, ‘তিনি হরিণ শিকারের প্রতিশোধ নিতে সুপারস্টারকে হত্যা করতে চান।’

12:25