নির্বাচনের আগে বিহারের রাজনীতিতে বড় উত্থান, কংগ্রেসে যোগ দিলেন জেডিইউ-র দুই বড় নেতা

আজ এখন নিউজ ডেস্ক, 28 জানুয়ারি: বিহারের রাজনীতিতে এল বড় পরিবর্তন। জেডিইউ-র দুই বিশিষ্ট নেতা আলি আনোয়ার এবং ভগীরথ মাঝি যোগ দিয়েছেন কংগ্রেসে। দুই নেতাই দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেসের সদস্যপদ নেন। আলি আনোয়ার জেডিইউ-এর প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং ভগীরথ মাঝি মাউন্টেন ম্যান দশরথ মাঞ্জির ছেলে। স্বাভাবিকভাবেই, দুই নেতার কংগ্রেসে যোগ দেওয়ায় জেডিইউ বেশ বড়সড় ধাক্কা খেয়েছে।

বিহারে নিজেদের সমর্থন বাড়াতে চাইছে কংগ্রেস। তাই বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের দলে আনার চেষ্টা করছে দলটি। আলি আনোয়ারের মাধ্যমে কংগ্রেস সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ট্যাপ করার চেষ্টা করছে, অন্যদিকে ভগীরথ মাঞ্জির মাধ্যমে দলিত ভোট ব্যাঙ্কে ট্যাপ করার চেষ্টা করছে। এই জোট জেডিইউ-এর জন্য বড় ধাক্কা। কারণ দলের দুই শীর্ষস্থানীয় নেতাই কংগ্রেসে যোগ দিয়েছেন। এই ঘটনা বিহারের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। আলি আনোয়ার জেডিইউ থেকে দুবার রাজ্যসভার সাংসদ হয়েছেন। 2017 সালে আলি আনোয়ার জেডিইউ আবার বিজেপির সাথে সরকার গঠনের বিরোধিতা প্রকাশ করেছিলেন। আলী আনোয়ার বর্তমানে অল ইন্ডিয়া পাশমান্দা মুসলিম সমাজের সভাপতি।

অন্যদিকে, মাউন্টেন ম্যান দশরথ মাঝির ছেলে ভগীরথ মাঝিও কংগ্রেসের সদস্যপদ নিচ্ছেন। ভগীরথ মাঞ্জি 2024 সালের লোকসভা নির্বাচনের আগে JDU-তে যোগ দিয়েছিলেন। এক বছরের মধ্যে জেডিইউ থেকে মোহভঙ্গ হয়ে যান তিনি। এখন তিনি কংগ্রেসের প্রতি আস্থা প্রকাশ করেছেন। সম্প্রতি, ভগীরথ মাঞ্জিও পাটনায় রাহুল গান্ধীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং রাহুল গান্ধী তাকে সম্মানও জানিয়েছিলেন।

20:54