হাসপাতালের বিছানায় শুয়ে বিনোদিনী! হঠাৎ কী হল রুক্মিণী মৈত্রর

আজ এখন নিউজ ডেস্ক, 10 ফেব্রুয়ারি: অভিনয়ের পাশাপাশি জীবনের মঞ্চেও লড়াই চালিয়ে যাচ্ছেন রুক্মিণী মৈত্র। শনিবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানা থেকে শেয়ার করা ছবিতে সেই বার্তাই দিলেন তিনি। ছবির ক্যাপশনে লেখা, “নো গিভিং আপ ফাইটিং”, যা বাংলায় অনুবাদ করলে হয়, “লড়াই জারি আছে”।

সম্প্রতি মুক্তি পাওয়া ছবি “বিনোদিনী” নিয়ে প্রচারের কাজ এবং দর্শকদের সাড়া নিয়ে ব্যস্ত ছিলেন রুক্মিণী। তবে সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন নায়িকা। অসুস্থতা এতটাই বাড়ে যে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্যালাইন চলছে কিন্তু তাঁর মনোবল অটুট।

অভিনেত্রীর পোস্ট করা ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন “বিনোদিনী” র পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ছবির সংলাপ উদ্ধৃত করে তিনি লিখেছেন, “এই জেদটা কোনওদিন ছাড়িস নে…”। রুক্মিণীর প্রতি তাঁর এই আবেগপূর্ণ বার্তা ভক্তদের হৃদয়ে জেগে উঠেছে।

রুক্মিণীর এই লড়াই যেমন তাঁর ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি, তেমনই “বিনোদিনী” ছবির চেতনার সঙ্গেও মিলে যায়। অভিনেত্রীর ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। হাসপাতালের বিছানা থেকে পাওয়া এই সাহসিকতার বার্তা তাঁদের অনুপ্রাণিত করছে। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তির প্রকৃত কারণ জানা না গেলেও, রুক্মিণীর শারীরিক অবস্থার আপডেটের দিকে নজর রাখছে তাঁর ভক্তমহল। আশা করা হচ্ছে, শীঘ্রই সুস্থ হয়ে তিনি আবার পর্দায় ফিরবেন এবং নিজের কাজ দিয়ে দর্শকদের মন জয় করবেন।