আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৫ জানুয়ারি: বীরভূমে তৃণমূল নেতা বেশ কয়েকদিন ধরে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন। এবং তার বাড়িতে ব্যাপকভাবে বোমাবাজি অভিযোগ উঠেছে। গতকাল আড়াইটা নাগাদ তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করল দুষ্কৃতীরা। সে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেখান থেকে একটি তাজা বোমাও উদ্ধার করে।
বছরের প্রথম দিন একটি বৈঠক করে তিনি নিজে প্রাণ সংশয়ের অভিযোগ জানিয়েছিল কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিদউদ্দিন ওরফে মামন শেখ। তারপর তিনি তার নিজের বাড়িতে বোমার ঘটনাটি জানিয়ে বলেন, “আমি ও আমার পরিবার প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। বাড়িতে এসে বোমা মেরে গিয়েছে৷ একটা বোমা ফাটেনি৷ পুলিশকে জানিয়েছি৷ পুলিশ তদন্ত করুক। দুষ্কৃতীরা ধরা পড়ুক৷ মালদায় দেখলেন তো গুলি করে দলের নেতা খুন হল৷ আমিও খুন হয়ে যেতে পারি।”
বোলপুরের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে কয়েকমাস ধরেই দুই গোষ্ঠীর মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে৷ সেই পরিস্থিতির মাঝেই ১ জানুয়ারি লায়েকবাজারের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন মামন। সেখানে তিনি অভিযোগ করেন, প্রায় ২ মাস ধরে তাঁকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এমনকি, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন ওই উপপ্রধান৷ এর পরই ঘটল এই বোমাবাজির ঘটনা।
তবে এই ঘটনার পর থেকে তৃণমূলের উপাদানের বাড়িতে ক্যামেরা বসানো হয়। হামলার খবর পেয়ে কই ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ আসে। এবং বাড়ি থেকে একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিয়ে এখনো স্পষ্ট নয়, তবে তদন্ত শুরু হয়ে গেছে।