জন্মদিন হয়ে উঠলো মরণ দিন! ফোন করে ডেকে যুবককে পিটিয়ে খুন

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২ জানুয়ারি: বর্ষের শুরুর দিনই ঘটে গেল এক এক দুর্ঘটনা। অভিযোগ, এদিন রাতে ফোন করে ডেকে যুবককে পিটিয়ে মারা হয়েছে। এবং জানা গেছে অভিযুক্ত নাকি, যুবকের বন্ধু। সল্টলেক মহিষবাথান উদয়ন পল্লী এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে। বিধান নগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে,মৃত যুবকের নাম সুব্রত মাঝি। বয়স ২৬ বছর। পেশায় তিনি একজন ডেলিভারি বয় ছিলেন। খুনের ঘটনার সঙ্গে জড়িত বিধান নগর পুলিশ সবুজ মিস্ত্রিকে ইতিমধ্যে আটক করেছে। সুব্রতর ছিল ১লা জানুয়ারি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকালই দুপুরে মৃত্যু হয় ওই যুবকের।

এক যুবক ৩১ ডিসেম্বর সাড়ে দশটা নাগাদ সুব্রত কে ফোন করে ডাকে। এবং ওই যুবক তাদের ডাকে সাড়া দিতে বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়িতে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে জানান।ঘন্টা খানেক হয়ে যাওয়ার পরও ফিরে না এলে তাঁকে একাধিকবার ফোন করেন মা। কিন্তু ফোনে পাওয়া যায়নি। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এরপর পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রতকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। এরপর ডাক্তার তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বলে। তখন সুব্রতকে বাড়িতে নিয়ে আসা হয়, তখনই তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এরপর পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সুব্রতকে। অবস্থার অবনতি হলে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই মৃত্যুর পর থেকেই মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক। বাড়ির কাছেই একটি ক্লাবের মাঠে ওই যুবক পড়েছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। তবে এই ঘটনার সাথে কারা জড়িত এবং কী কারণে মারধর করা হয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।