আজ এখন নিউজ ডেস্ক, 20 ফেব্রুয়ারি: দিল্লিতে প্রথমবার বিজেপি সরকার প্রতিষ্ঠার পথে নতুন ইতিহাস সৃষ্টি করলেন রেখা গুপ্তা। বৃহস্পতিবার রামলীলা ময়দানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। উপরাজ্যপাল ভি কে সাক্সেনা তাঁকে শপথবাক্য পাঠ করান। দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর এই শপথগ্রহণ রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সকাল থেকেই দিল্লি সাক্ষী থাকল এক নতুন অধ্যায়ের সূচনার। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রেখা গুপ্তা গৃহদেবতার আশীর্বাদ নিতে যান কাশ্মীরি গেটের মরঘটওয়ালে হনুমান মন্দিরে। ভক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর রেখা তাঁর সমর্থকদের সামনে বিজয়ের প্রতীক প্রদর্শন করেন এবং দলের কর্মীদের ভালোবাসার প্রতীক হিসেবে দেওয়া গোলাপ গ্রহণ করেন।
রামলীলা ময়দানের চারপাশে দিনভর ভিড় জমেছিল উৎসুক জনতার। যানবাহনের চাপ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডাসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। এনডিএ জোটের শরিক দলের নেতারাও শপথ অনুষ্ঠানে যোগ দেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এন চন্দ্রবাবু নাইডু, পবন কল্যাণ এবং একনাথ শিন্ডে।
২৭ বছরের বিরতির পর দিল্লিতে বিজেপি সরকার প্রতিষ্ঠা পাওয়ার পর এই দিনটি দলের কাছে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। রেখা গুপ্তার নেতৃত্বে মন্ত্রিসভায় প্রবেশ করেছেন ছয় জন সদস্য। তাঁদের মধ্যে অন্যতম প্রবেশ বর্মা, মনজিন্দর সিং সিরসা, কপিল মিশ্র, আশিস সুদ, পঙ্কজকুমার সিং এবং রবীন্দ্র ইন্দরাজ সিং। মন্ত্রিসভায় কার দায়িত্ব কোন দফতরে দেওয়া হবে, তা শীঘ্রই ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। শপথগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেখা গুপ্তা স্পষ্ট জানান, দুর্নীতি রোধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। ‘শিশমহলে’ থাকবেন না বলেও তিনি জানান। তাঁর কথায়, “যারা দুর্নীতি করেছে, তাদের প্রতিটি পয়সার হিসাব দিতে হবে।”