প্রতিবেশীর গুলিতে মৃত্যু বিজেপি নেতা! প্রকাশ্যে ওই মুহূর্তের সিসিটিভি ফুটেজ

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৫ মার্চ: গতকাল অর্থাৎ হোলির রাতে ঘটে গেল এক দুর্ঘটনা। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ, যার জেরে গুলিবিদ্ধ হলো স্থানীয় বিজেপি নেতা। হরিয়ানার সোনিপতের এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় তীব্র চাঞ্চল্য।

পুলিশ জানিয়েছে, ওই মৃত বিজেপি নেতা সুরেন্দ্র জওহর মুন্ডলানা মণ্ডল সভাপতির পদে ছিলেন। জোহর গ্রামে তার ওপর শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ গুলি চালানো হয়। সুরেন্দ্র তিনটিগুলির আঘাতে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। পুলিশ আরও জানিয়েছে, মৃত ব্যক্তি ওই গ্রামেই অভিযুক্তর আত্মীয়র নামে একটি জমি কিনেছিলেন। এরপর থেকেই ওই জমিতে দখলদারী করতে সুরেন্দ্রকে নিষেধ করে অভিযুক্ত। অভিযোগ, সুরেন্দ্র কে অনেকবার হুমকি দেওয়া হয়েছে যেন জমিতে পা না রাখেন। অবশেষে দোলের দিন ওই জমি পরিষ্কার করে দখল করতে গেলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে ওই মুহূর্তের সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে ছুটতে ছুটতে একটি দোকানে ঢুকছেন সুরেন্দ্র। পিছনে হামলাকারী। ‘আমাকে মেরে ফেলল,’ বলে চিৎকার করতে থাকেন বিজেপি নেতা। এরপরই বিজেপি নেতাকে ধরে ফেলে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি নেতার বলে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত গ্রেপ্তারির কোনও খবর নেই।