আজ এখন নিউজ ডেস্ক, 19 ফেব্রুয়ারি: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগে রক্ত পরীক্ষার বড় যন্ত্রটি গত বছরের সেপ্টেম্বর থেকেই বিকল হতে শুরু করেছিল। জানুয়ারির শেষ সপ্তাহে সেটি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যন্ত্রটি আর মেরামত করা সম্ভব নয়। ফলে ছোট একটি যন্ত্রের উপর নির্ভর করেই পরীক্ষা চলছে। তবে, সেটি দিয়ে ক্যানসার ও হরমোনের পরীক্ষা হলেও ভিটামিন ডি-র পরীক্ষা করা যাচ্ছে না।
বায়োকেমিস্ট্রি বিভাগে থাকা বড় যন্ত্রটি বিকল হয়ে পড়ায় প্রতিদিন অন্তত ১০০ রোগী রক্ত পরীক্ষার পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিভাগের তরফ থেকে সমস্যাটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হলেও দীর্ঘদিন কোনও সুরাহা হয়নি। জানুয়ারির মাঝামাঝি যন্ত্রটি পুরোপুরি বিকল হয়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে ছোট যন্ত্রটিকে ব্যবহার করা হলেও পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিএজেন্ট কেনা নিয়ে জটিলতা তৈরি হয়। এতে সমস্যা আরও তীব্র হয়। বিষয়টি স্বাস্থ্যসচিবের নজরে আসার পর স্থানীয়ভাবে কিট ও প্রয়োজনীয় সামগ্রী কেনার অনুমতি মেলে। এর ফলে সোমবার থেকে ক্যানসার ও হরমোনের পরীক্ষাগুলি চালু করা গেলেও, ভিটামিন ডি-র পরীক্ষা এখনও বন্ধ।
চিকিৎসকরা সতর্ক করছেন, একটি মাত্র ছোট যন্ত্রে সমস্ত চাপ সামলানো সম্ভব নয়। গরমের মরসুমে পরীক্ষার চাহিদা আরও বাড়বে, ফলে অবিলম্বে নতুন বড় যন্ত্র বা আরও ছোট যন্ত্র কেনা জরুরি। ইতিমধ্যে একটি মাঝারি আকারের যন্ত্র সরবরাহের জন্য একটি সংস্থা দরপত্র দিয়েছে, তবে সেটি প্রতিস্থাপনের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।
এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী পরিষেবা ব্যাহত না করতে স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।