ঘর থেকে উদ্ধার দেহ আর পাশের ঘরে ছেলে! এই রহস্যমৃত্যুর তদন্তে পুলিশ

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৮ মার্চ: এদিন কাল চিনিতে এক রহস্য মৃত্যু ঘটে গেছে। এক ঘরে মায়ের মৃত দেহ ও তার পাশের ঘরে বসে আছে ছেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইনে। পুলিশ সোমবার রাতে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার । ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ওই বৃদ্ধার দেহ। কীভাবে মৃত্যু হল মহিলার? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে মৃতার ছেলেকে।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম সোমালি তিরকি।তার বয়স ৬০ বছর।তিনি তার ছেলে আবিরের সঙ্গে বাগানের ফিটার লাইনে থাকতেন। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, গতকাল ছেলে ও মায়ের মধ্যে বছর শুনতে পাওয়া যায়। তারপর থেকেই মা ও ছেলেকে একসাথে দেখতে পাননি এলাকার কেউই। সোমবার সকালে এলাকাবাসীরা পঁচা গন্ধ পাচ্ছিল। কিন্তু প্রথমে তারা এই গন্ধের কারণ বুঝতে পারেনি। তবে বিকেলের মধ্যেই তাঁরা বুঝতে পারেন কোথা থেকে দুর্গন্ধ আসছে।

প্রতিবেশীরা বাড়িতে ঢুকতেই দেখেন ভয়ংকর দৃশ্য। দেখা যায়, ঘরে পড়ে সোমালি তিরকির দেহ। এরপরই খবর দেওয়া হয় হাসিমারা ফাঁড়িতে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। সেই সময়ই পাশের ঘরে মেলে আবির তিরকি। সে নিজেকে ঘরে বন্দি করে রেখেছিল বলেই খবর। ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করে হাসিমারা ফাঁড়ির পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে সোমালির? কেনই বা ছেলে কাউকে কিছুই জানতে দেননি? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।