সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির যুগান্তকারী সাফল্য: বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপন

আজ এখন ডেস্ক, 8 জানুয়ারি: কলকাতার সরকারি স্বাস্থ্য পরিষেবায় এক নতুন ইতিহাস সৃষ্টি হল। চিকিৎসকদের উপস্থিতিতেই গোটা অস্ত্রোপচার প্রক্রিয়া সম্পন্ন করল রোবট। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো নিখরচায় রোবোটিক হাঁটু প্রতিস্থাপন। চার ঘণ্টার দীর্ঘ অপারেশনে রোবট সার্জেনের দক্ষতায় রোগিণী সুস্থ হয়েছেন, কোনো রক্তপাত হয়নি এবং অজ্ঞান করার প্রয়োজন হয়নি। মেদিনীপুরের ৫০ বছর বয়সী ললিতাদেবী (নাম পরিবর্তিত) দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন। শারীরিক উপসর্গের কারণে প্রথাগত অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ ছিল। এসএসকেএম হাসপাতালের ডা. মুকুল ভট্টাচার্য ও তাঁর সহকর্মীদের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয় রোবোটিক সার্জারির মাধ্যমে এই জটিল অপারেশন সম্পন্ন করার।

অস্ত্রোপচার পর্বে, চিকিৎসকরা কম্পিউটারের মাধ্যমে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন, আর রোবট সম্পূর্ণ নির্ভুলতার সঙ্গে রোগিণীর হাঁটু প্রতিস্থাপন করে। অপারেশনের পর চিকিৎসকরা জানান, ললিতাদেবী সম্পূর্ণ সুস্থ আছেন এবং কয়েকদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি চালু করতে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয়েছে। প্রায় দুই বছর আগে এসএসকেএম হাসপাতাল এ বিষয়ে উদ্যোগী হয়। বিভিন্ন বিভাগীয় বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়। কয়েক দফা টেন্ডার বাতিলের পর অবশেষে একটি বেসরকারি সংস্থা থেকে উচ্চমানের রোবট কেনা হয়। শর্ত দেওয়া হয় যে প্রতিটি অস্ত্রোপচারে টেকনিক্যাল এক্সপার্ট উপস্থিত থাকবেন এবং রোবটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন নির্দিষ্ট সময় পর্যন্ত।

চিকিৎসকরা মনে করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে আরও জটিল অপারেশনে কাজে লাগানো যাবে। সাধারণ মানুষ যাতে নিখরচায় এমন আধুনিক পরিষেবা পান, সেই লক্ষ্যেই কাজ চলছে। এসএসকেএম হাসপাতালের এই সাফল্য শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, সমাজের অগণিত মানুষের কাছে একটি নতুন আশার বার্তা নিয়ে এল।
তবে সরকারি হাসপাতালের পরিকাঠামোয় রোবোটিক সার্জারির এমন প্রয়োগ স্বাস্থ্য ক্ষেত্রে নিঃসন্দেহে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করল।