আজ এখন নিউজ ডেস্ক, 28 ফেব্রুয়ারি: মানুষের গড় আয়ু যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে স্মৃতিভ্রংশ রোগীদের সংখ্যা। ‘অ্যালঝাইমার্স’ নামক চিকিৎসার কোনো কার্যকর ওষুধ এখনও তৈরি হয়নি, কিন্তু তাতে আক্রান্তের হার বাড়ছে ক্রমশ। তবে এসবের মধ্যে আশার আলো দেখাচ্ছেন ব্রিটেন ও স্লোভেনিয়ার বিজ্ঞানীরা। নতুন এক পদ্ধতির খোঁজে তাঁরা দাবি করেছেন, শ্বাসপ্রশ্বাসের হার পরীক্ষা করেই চিহ্নিত করা সম্ভব অ্যালঝাইমার্স।
ব্রিটেনের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষকেরা একটি সমীক্ষা চালিয়ে দেখেছেন, অ্যালঝাইমার্স রোগীদের শ্বাসের গতি সুস্থ মানুষের তুলনায় অনেকটাই বেশি। তাঁদের সমীক্ষায় দেখা গিয়েছে, যেখানে সুস্থ ব্যক্তিদের শ্বাসের হার প্রতি মিনিটে ১৩ বার, সেখানে অ্যালঝাইমার্স আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তা বেড়ে দাঁড়ায় ১৭ বারে।
বিজ্ঞানীদের মতে, এই পার্থক্যের মূল কারণ মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত। অ্যালঝাইমার্সের ফলে মস্তিষ্কের রক্তজালক এবং স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়, যা সরাসরি প্রভাব ফেলে শ্বাসের গতি এবং মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর। গবেষণায় আরও উঠে এসেছে, শ্বাসপ্রশ্বাস ছাড়াও মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ, হৃদস্পন্দনের হার এবং মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করেও অ্যালঝাইমার্স নির্ণয় করা সম্ভব।
ব্রিটিশ নিউরোলজিস্ট অ্যানেটা স্টেফানোভাস্কা জানিয়েছেন, “মস্তিষ্কের রক্তপ্রবাহ ও অক্সিজেন চলাচলে বাধা দেখা দিলেই শ্বাসের গতিতে পরিবর্তন ঘটে। এই পরিবর্তন শনাক্ত করতে কোনো জটিল যন্ত্রপাতি বা রক্তপরীক্ষার প্রয়োজন নেই। সহজ পদ্ধতিতে শ্বাসের গতি মাপলেই এটি নির্ণয় সম্ভব।” এই পদ্ধতিকে আরও কার্যকর করার জন্য বৃহত্তর পরিসরে পরীক্ষা চালানো হচ্ছে। সহজ এবং যন্ত্রণাহীন এই পরীক্ষা ভবিষ্যতে অ্যালঝাইমার্স শনাক্তের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে আশা করছেন গবেষকেরা।