আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৭ ডিসেম্বর: দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি এলাকায় ঘটেছে এক ভয়ঙ্কর কান্ড। প্রায় প্রতিদিনই বাড়িতে অশান্তির জেরে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন শ্যালক। নিত্যদিনই বাড়িতে অশান্তি করতেন জামাইবাবু। সেই ঘটনার প্রতিবাদেই রাগের বশে শ্যালকের অণ্ডকোষে কামড় জামাইবাবুর। জীবনতলার ঘুটিয়ারি শরীফে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। এবং আক্রান্ত ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসীরা জানান, জামাইবাবু কোনদিনই খুব একটা কাজ করতেন না। উল্টে বাড়িতে অশান্তি করতেন। তিনি ঘুটিয়ারি শরিফের মাকালতলার বাসিন্দা। তার জামাইবাবু মুন্না সাউ ও দিদি সেখানেই থাকেন। দিন নেই রাত নেই তার দিদিকে মারধর করেন। এবং পরিবারের সকলেই এই অশান্তির সঙ্গে অভ্যস্ত হয়ে গেছিলেন। গতকাল রাতে মুন্নার অত্যাচার চড়মে ওঠে। এবং রবীন এক পর্যায়ে প্রতিবাদ করেন। আর তাতে কাজ না হওয়ায়, সটান শ্যালকের অণ্ডকোষে কামড় বসান তিনি। রক্তাক্ত হয়ে যান যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
আক্রান্ত যুবক জানিয়েছেন, এই ঘটনা প্রথম নয়। অশান্তি হত প্রায় প্রতিদিনই। এর আগেও রবীনকে আক্রমণ করেছিলেন তাঁর জামাইবাবু। সেই সময় কানে কামড় বসিয়েছিলেন গুণধর। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত ও তাঁর পরিবারের সদস্যরা।