আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৮ ডিসেম্বর: বিএসএনএল এবার ঠিক করেছে বার্ষিক যে ৫ হাজার কোটি টাকা খরচা হয়, তা কমাতে হবে। গোপন সূত্রে খবর,১৮ হাজার থেকে ১৯ হাজার কর্মীকে স্বেচ্ছাবসর প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। তার জন্য অর্থ মন্ত্রক সংস্থার তরফে দেড় হাজার কোটি টাকা ব্যয়ের অনুরোধ করেছে।
প্রায় ৩৮ শতাংশ টাকা খরচা হয়েছে বিএসএনএ কর্মীদের বেতন দিতে গিয়ে। এমন সিদ্ধান্তের ফলে তাদের খরচা অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। এটা সংস্থার দ্বিতীয় স্বেচ্ছাবসর প্রকল্প। বিএসএনএলের কর্মীদের পেছনে ৭ হাজার ৫০০ কোটি টাকা খরচ করা হয়। তবে এইবার সংস্থা ৫ হাজার কোটি টাকা প্রায় কমাতে চাই। আর তাই এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে। এমনও জানা যাচ্ছে, যোগাযোগ মন্ত্রকের অনুরোধে কর্মী সঙ্কোচনের আর্জি জানানো হয়েছে। অর্থমন্ত্রকের সবুজ সংকেত পেলেই এজন্য মন্ত্রিসভার অনুমোদন চাওয়া হবে।
এদিকে গত অর্থবর্ষের তুলনায় এবার সংস্থার আয় সামান্য বেড়ে হয়েছে ২১ হাজার ৩০২ কোটি টাকা। সংস্থার কর্মীদের মধ্যে ৩০ হাজার এক্সিকিউটিভ ও ২৫ হাজার নন-এক্সিকিউটিভ। ২০১৯ সালে সরকারের তরফে ৬৯ হাজার কোটির এক প্ল্যানে সম্মতি দিয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল ভিআরএস প্ল্যান