বিএসএনএল-এর নাম ভাঁড়িয়ে রাস্তা খুঁড়ে তার চুরি, গ্রেফতার ১০

আজ এখন নিউজ ডেস্ক, 13 জানুয়ারি: রাত নামলেই রাস্তার ধারে দেখা মিলত ‘কাজ চলছে’ বোর্ডের। রাস্তা আটকে খোঁড়াখুঁড়ি চলত ঘণ্টার পর ঘণ্টা। নিজেদের বিএসএনএল-এর কর্মী বলে পরিচয় দিয়ে তারা দিনের পর দিন চালিয়ে যাচ্ছিল চুরির কাজ। শেষ পর্যন্ত, হরিদেবপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল ওই চক্রের ১০ সদস্য। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বিএসএনএল কর্মীদের মতো পোশাক পরে রাস্তা আটকে খুঁড়ত মাটির নিচের তার। বিশেষভাবে তৈরি যন্ত্রপাতি দিয়ে তারা সহজেই মাটির নিচ থেকে তার তুলে ফেলত। এরপর ওই তার থেকে তামা সংগ্রহ করে তা বিক্রি করত। সম্প্রতি হরিদেবপুর থানা এলাকায় একাধিক চুরির অভিযোগ আসতে থাকে। বিএসএনএল-এর এক কর্তা থানায় মাটির নিচের তার চুরির বিষয়টি জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখে, চুরি ঠিক সেই জায়গাতেই হচ্ছে, যেখানে ‘কাজ চলছে’ বোর্ড লাগিয়ে খোঁড়াখুঁড়ি চলছে। বিএসএনএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সংস্থার তরফে এমন কোনও কাজ করা হয়নি।

এরপর পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে প্রচুর চুরি করা তার, মাটি খোঁড়ার সরঞ্জাম, লোহা কাটার যন্ত্র এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে, হায়দরাবাদসহ দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের চুরির ঘটনায় জড়িত ছিল ধৃতেরা। এই চক্রে বিএসএনএল-এর অভ্যন্তরীণ কোনও কর্মী জড়িত কিনা, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।